স্টাফ রিপোর্টার, চুরাইবাাড়ি, ৮ মে।।। রবিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় এক ব্যক্তির সোনা রূপা সহ মোবাইল নিয়ে গেল চোরের দল। ঘটনা চুড়াইবাড়ি থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের বড়টিলা ৪ নং ওয়ার্ডের নাজিম উদ্দিনের বাড়িতে।
এই দুঃসাহসিক চুরির ঘটনায় বাড়ির মালিক নাজিম উদ্দিন চুড়াইবাড়ি থানাতে লিখিত অভিযোগ জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চুড়াইবাড়ি থানার এএসআই মানিক দাস সহ বিশাল পুলিশ বাহিনী।
এই ঘটনার বিষয়ে বলতে গিয়ে নাজিম উদ্দিন বলেন, রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন, সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। ছোট বোন ঘর থেকে জানালা দিয়ে বেরিয়ে ভাইয়ের ঘরে এসে ভাইকে ডাক দেয়।
তিনি ঘুম থেকে উঠে দেখতে পান চোর ঘরে ঢুকে একটি ক্যাশ বাক্স নিয়ে গেছে। যার ভিতরে সোনা ও রূপা এবং একটি মোবাইল ছিল যা চোর চুরি করে নিয়ে যায়। তিনি জানিয়েছেন প্রায় অর্ধ লক্ষাধিক টাকার জিনিস চোর চুরি করে নিয়ে গেছে। ঘটনার তদন্ত করছে চুড়াইবাড়ি থানার পুলিশ।