স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মে।। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে, অতি দ্রুত কৈলাশহর সহ ত্রিপুরা রাজ্যের রেল লাইন বঞ্চিত সবকটি এলাকাকে যুক্ত করার দাবি নিয়ে গৌহাটির মালিগাঁওয়ে নর্থ ইস্ট রেলওয়ে জোনাল ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল।
প্রসঙ্গত গতকালই বীরজিৎ সিনহার নেতৃত্বে এক প্রতিনিধি দল রেলে পৌঁছেন গওয়াহাটি। সোমবার সকালে মালিগাঁও রেল দপ্তরে জেনারেল ম্যানেজারের কাছে দেয়া হয় ডেপুটেশন। অফিসের সামনে ধরলা প্রদর্শন করা হয়। বীরজিৎ সিনহা জানিয়েছেন কৈলাসহর সহ রাজ্যের ভিন্ন মহকুমায় রেললাইন সম্প্রসারণের দাবিতে এই ডেপুটেশন দেয়া হয়েছে।
ধর্মনগরে পৃথক রেলওয়ে ডিভিশন স্থাপনেরও দাবি জানানো হয়েছে। যদিও ধর্মনগরে পৃথক রেলওয়ে ডিভিশন স্থাপনের দাবি রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার বহুবার জানিয়েছে। কিন্তু রেলমন্ত্রক এই ব্যাপারে কোন সবুজ সংকেত দেয়নি।