অনলাইন ডেস্ক, ৭ মে।। সর্বশেষ চার বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছুয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনাম। শনিবার (০৬ মে) দেশটিতে ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং জানিয়েছে, এর আগে ২০১৯ সালে ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে ভিয়েতনাম।
জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা অব্যাহত থাকবে। কারণ বৈশ্বিক উষ্ণতা প্রতিকূল আবহাওয়াকে বাড়িয়ে তুলছে।
নগুয়েন থি ল্যান নামের এক কৃষক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দেশটির কেন্দ্রীয় শহর দানাংয়ের তাপমাত্রা ক্রমবর্ধমান উষ্ণ হচ্ছে। এর ফলে শ্রমিকরা প্রত্যাশিত সময়ের আগেই কাজ শুরু করতে বাধ্য হচ্ছে।
তিনি বলেন, ‘তাপমাত্রা থেকে বাঁচতে আমাদের সকাল ১০টার আগে কাজ শেষ করতে হয়। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে বেড়েছে। কিন্তু আমার মনে হয়েছে দুপুরের খাবারের সময় আমি অনেক বেশি তাপমাত্রা অনুভব করেছি’।