অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। বলিউডের কিছু জনপ্রিয় তারকারা সন্তান দত্তক নিয়েছেন। অনেকে রাস্তায় ফেলে যাওয়া সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করছেন। স্নেহ মমতা দিয়ে বড় করে তুলছেন। এমনই কিছু তারকা’র কথা আপনাদের জানাব। আসুন জেনে নিন তাঁদের নাম।
সানি লিওন –
বলিউডের অভিনেত্রী সানি লিওনকে নিয়ে অনেকেই কুরোচক মন্তব্য করে থাকেন। তবে তিনি কোন কিছুর উত্তর দেননি। সবকিছুই তিনি ইগনোর করেছেন। সবসময় তিনি নিজের কাজের দিকে ফোকাস রেখেছেন। তবে তিনি প্রশংসিতও হয়েছেন, যখন তিনি মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে একটি ছোট মেয়েকে দত্তক নিয়েছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সাথে গিয়ে।
সুস্মিতা সেন –
মিস ইউনভার্স সুস্মিতা সেন এখনো পর্যন্ত অবিবাহিত। কিন্তু তিনি দুবার দুটি সন্তান দত্তক নিয়েছেন। প্রথমবার ২০০০ সালে এবং দ্বিতীয়বার ২০১০ সালে
তাঁর বড় মেয়ের নাম রেনে ও ছোট মেয়ের নাম আলিশা।
সেলিম খান –
তিনি তাঁর মেয়ে অর্পিতা বা সালমান খানের বোনকে দত্তক নিয়েছিলেন অনাথ আশ্রম থকে। তখন অর্পিতার বয়স ছিল মাত্র ২ বছর।
মিঠুন চক্রবর্তী –
তিনি তাঁর মেয়েকে দিশানিকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলেন। স্নেহ-মমতা দিয়ে তাঁকে বড় করে তুলেছেন। দিশানি আসন্ন মুভিতে ডেবিউ করতে চলেছেন।
র্্যাভিনা ট্যানডন –
তিনি দুটি সন্তানের দত্তক নিয়েছিলেন। তাঁর যখন ২১ বছর বয়স তখন পূজা ও ছায়ার দত্তক নিয়েছিলেন। তিনি কিছু বছর পর বিয়ে করে আরো দুটি সন্তানের মা হন। তাঁর এখন ৪ টি সন্তান।
বলিউডের এই ৫ তারকা নিয়েছেন সন্তান দত্তক