অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। বিখ্যাত মার্কিন সাময়িকী প্লেবয়ের প্রচ্ছদে মডেল হয়েছেন ফরাসি মন্ত্রী মার্লিন শিপ্পা (৪০)। আর এরপর থেকেই বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনায় মেতেছেন দেশটির রাজনীতিবিদরা। ২০১৭ সাল থেকে মন্ত্রী হিসেবে কাজ করছেন শিপ্পা। বর্তমানে তিনি সামাজিক অর্থনীতি এবং ফরাসি অ্যাসোসিয়েশন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্লেবয় ম্যাগাজিনের এপ্রিল সংখ্যার ফরাসি সংস্করণের জন্য সাদা পোশাকে পোজ দিয়েছেন মার্লিন। পাশাপাশি নারী ও সমকামীদের অধিকার এবং গর্ভপাত সংক্রান্ত বিষয়ে ১২ পৃষ্ঠার একটি সাক্ষাৎকার দিয়েছেন। তবে বিতর্ক সৃষ্টি করেছে তার খোলামেলা উপস্থিতি। এ নিয়ে সমালোচনায় মেতেছেন মার্লিনের নিজের দলের সদস্যরাও।
গ্রিন পার্টির এমপি স্যান্ড্রিন রুসো একটি টিভি চ্যানেলে প্রশ্ন করেছেন, ফরাসি জনগণের প্রতি সম্মান কোথায়? তিনি বলেন, নারীদের দেহ যেকোনো জায়গায় উন্মুক্ত করা সম্ভব। আমি তাই মনে করি, এর একটা সামাজিক প্রেক্ষাপট আছে। রাজনীতিবিদ জিন লুক মেলেনকন এক টুইটে লিখেছেন, যে দেশে প্রেসিডেন্ট নিজেকে পিএফে এবং তার মন্ত্রী প্লেবয়ে পোজ দেন, সেখানে সমস্যা হবে বিরোধীরা।
ফ্রান্স নিজের পথ থেকে সরে যাচ্ছে। সমালোচনাকারীদের দলে রয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নও। তিনি বলেন, এটা ঠিক হয়নি। বিশেষ করে এই সময়ে। প্রধানমন্ত্রী বোর্নর ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
অপরদিকে মার্লিনের পক্ষ নিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মার্লিন একজন সাহসী নারী রাজনীতিবিদ। তার চরিত্র আছে এবং নিজস্ব ধরণ আছে। আমি তাকে সম্মান করি। অবশ্য এ বিষয়ে টুইটারে নিজের পক্ষ যুক্তি দিয়েছেন মার্লিন। বলেছেন, সর্বত্র এবং সর্বদা নারীদের তাদের দেহ উন্মুক্ত করার অধিকার রক্ষা করতে হবে।
ফ্রান্সে নারীরা স্বাধীন। প্লেবয় ম্যাগাজিনের সম্পাদক জিন-ক্রিস্টোফ ফ্লোরেনটিন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মার্লিন সরকারের সব মন্ত্রীর মধ্যে প্লেবয়ের জন্য সবচেয়ে ‘সামঞ্জস্যপূর্ণ’ ছিলেন। কারণ তিনি নারীদের অধিকারের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এটি নারীবাদী বিষয়ের জন্য একটি উপকরণ হতে পারে।