অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। বলিউড জগতের অন্যতম সুন্দরী প্রয়াত প্রয়াত অভিনেত্রী ছিলেন হলেন মেহজাবীন বেগম। তাঁকে মিনা বলেও ডাকা হতো। তাঁর অপরূপ সৌন্দর্যতা তাঁর ভক্তদের পাগল করে দিতো একটা সময়। তিনি ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবেও পরিচিত ছিলেন। তিনি খুব বেশি চলচ্চিত্র করতে পারেননি তবে তিনি যেকটা চলচ্চিত্র করেছিলেন, সেগুলো প্রায় প্রত্যেকটি হিট হয়েছিল।
তিনি ১৯৩৯ সালে লেরারফেস ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর বয়স। তিনি ভালো অভিনেত্রীর পাশাপাশি একজন ভালো কবি এবং গায়িকাও ছিলেন।
তাঁকে সাধারণ শাড়িতেও গ্ল্যামারাস লাগতো। তাঁর একটি পোজে তিনি পাথরের ওপর শুয়ে ফটোশুট করেছিলেন। সেই ছবি আজও তাঁর ভক্তদের হৃদয় লেগে আছে।
তাঁর ছবি ‘চাঁদ কা ক্র্যাডল’ তিনি করার সময় তাঁর চোখের নিখুঁত ফটো তোলা হয়েছিল। সেই ফটো দর্শকরা বেশ পছন্দ করেছিল। অভিনেত্রী মিনা কুমারীকে প্রায়শই ঐতিহ্যবাহী লুকে দেখা যেত চলচ্চিত্রে। তিনি ভারতীয় মহিলা হিসেবেই পর্দায় ভালো ভাবে নিজেকে উপস্থাপন করতেন।
তিনি মাত্র ৩৮ বছর বয়সে মারা যান। তিনি সেসময় ‘পাকিজাহ’ ছবিতে অভিনয় করছিলেন। তিনি ছবিতে তাওয়াইফের মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করেছিলেন। ছবির শুটিংয়ের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর মাত্র ৩ সপ্তাহের তিনি মারা যান। তবে তাঁর অভিনীত সব ছবি তাঁকে স্মরণীয় করে রেখেছে।