মেঘালয়ের এমডিএ-০২ সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কনরাড কঙ্খল সাংমা

অনলাইন ডেস্ক, ৭ মার্চ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, নেডা-র আহ্বায়ক অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং সহ উত্তরপূর্বীয় কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বহুজনের উপস্থিতিতে মেঘালয়ের এমডিএ-০২ সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কনরাড কঙ্খল সাংমা।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ১১.১৫ মিনিটে কনরাড সাংমাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ফাগু চৌহান। কনরাড সাংমা ছাড়াও অন্য ১১ জন বিধায়ককে মন্ত্রী পদে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল। আজ সকালে দু-দিনের কার্যসূচি নিয়ে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

গুয়াহাটি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং অসমের কয়েকজন মন্ত্রী ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকবর্গ। গুয়াহাটি থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে তিনি চলে আসেন মেঘালয়ের রাজধানী শিলং। এখানে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল ফাগু চৌহান, কনরাড সাংমা এবং অন্য কয়েকজন বরিষ্ঠ নেতা ও পদাধিকারী।

এদিকে গতকাল রাতেই গুয়াহাটি পৌঁছে গিয়েছিলেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির কো-অর্ডিনেটর সম্বিত পাত্র। এখানে উল্লেখ করা যেতে পারে, এমডিএ-০২ সরকারে শাসক জোটের চেয়ারম্যান করা হয়েছে কনরাড কে সাংমাকে। তাঁকে নিয়ে তাঁর মন্ত্রিসভায় ১২ জন সদস্য নিয়েছেন। মন্ত্রিসভায় আটজন এনপিপি, দুটি ইউডিপি, একটি বিজেপি এবং একটি এইচএসপিডিপি-কে নেওয়া হয়েছে।

১২ মন্ত্রীর মধ্যে মুখ্যমন্ত্রী সহ কেবল চারজন গারোপাহাড় এবং বাকি আট ক্যাবিনেট মন্ত্রীকে খাসিপাহাড় অঞ্চল থেকে নিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড। গতকাল মুখ্যমন্ত্রী সাংমা জানিয়েছিলেন, বিধানসভার স্পিকার পদের জন্য ঐকমত্য প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্ত জোট অংশীদারের সাথে কথা বলবেন তিনি৷ প্ৰসঙ্গত, ৬০ বিধায়ক-বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচনে ৫৯টি আসনে ভোট হয়েছে।

ভোটে বিজয়ীদের সংখ্যা যথাক্রমে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৬, বিজেপি ২, আঞ্চলিক দল হিল স্টেট পিপলস ডেমোক্ৰ্যাটিক পাৰ্টি (এইচএসপিডিপি) ২, নিৰ্দলীয় ২, আঞ্চলিক দল পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (পিডিএফ) ২, আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি) ১১, ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিপিপি) ৪, ভারতীয় জাতীয় কংগ্ৰেস ৫ এবং তৃণমূল কংগ্রেস ৫-। একটি আসন ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি)-র প্রার্থী এইচডিআর লিংডোহের মৃত্যুতে সোহিয়ং বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *