স্টাফ রিপোর্টার, আমবাসা, ৭ মার্চ।। ধলাই জেলার আমবাসা হাদু কলক শরণার্থী পুনর্বাসন কেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলো সেনতিয়া রিয়াং, মিত্রহাম রিয়াং এবং কৈলাস রিয়াং।
এ ব্যাপারে আক্রান্তদের তরফে আমবাসা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার শরণার্থী শিবির থেকে ধলাই জেলার আমবাসার হাদু কলক এলাকায় বেশ কিছু পরিবারকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বাসন দেওয়া হয়েছিল।
পুনর্বাসন শিবিরে রেশন সরবরাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে শরণার্থীদের মধ্যে বিবাদ লেগেই রয়েছে। এই বিবাদের জেরে প্রায়ই হামলা সহ নানা হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হচ্ছে। এর জের ধরেই রবিবার শরণার্থী শিবিরের হামলার ঘটনা সংঘটিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ফের যেকোনো সময় রিয়াং শরণার্থী শিবিরে হিংসাত্মক কার্যকলাপের সংগঠিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। শরণার্থী ক্যাম্প এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। রবিবার শরণার্থীদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার পর পুলিশ মামলা গ্রহণ করলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার সংবাদ নেই।