স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ৭ মার্চ।। সোমবার সকালে চম্পকনগর এলাকায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্র রুপিনি। বাড়ি চম্পকনগর এলাকাতেই। ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকালে যখন ট্রেন যাচ্ছিলো ঠিক সেই সময়ে রবীন্দ্র রুপিনি নামে ওই ব্যক্তি অসাবধানতাবশত রেললাইন পারাপার হওয়ার চেষ্টা করেন। তখনই দ্রুতগামী রেলটি সেখানে এসে পৌঁছে।
রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজনরা মৃতদেহটি দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন এবং প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পাঠানো হয় পুলিশকে। পুলিশ এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়ে।