স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৭ মার্চ।। আবারো জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটলো বিলোনিয়া ইটভাটায়। এবারের ঘটনা চিত্তামারা বসুন্ধরা ইটভাটায়। নরেশ চৌহান নামে এক শ্রমিকের দুই বছরের শিশুকন্যা নিশু কুমারীর মৃত্যু হয় জলে পড়ে।
মর্মান্তিক এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ে মা-বাবা সহ ভাট্টার শ্রমিকরা। তাদের বাড়ি বিহার রাজ্যে। মৃত শিশু কন্যার বাবা নরেশ চৌহান জানায় সে এবং তার স্ত্রী ভাট্টায় ইট তৈরীর কাজ করছিল। দুই বছরের শিশুকন্যা টি ও তাদের সাথে ছিল।
হঠাৎ তাদের অলক্ষ্যে সে ভাটার মধ্যে ছোট্ট একটি হাত পা ধোয়ার গর্ত ছিল সে গর্তে পড়ে মৃত্যু হয় তার। মেয়েকে কাছে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে দেখা যায় গর্তের জলের মধ্যে পড়ে রয়েছে তাদের আদরের ছোট্ট শিশুকন্যাটি। তৎক্ষণাৎ জল থেকে উঠিয়ে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।কিন্তু কোন অবস্থায় তার মৃত্যু মেনে নিতে পারছে না মা-বাবা তাই মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের দরজায় বসে রয়েছে।
তারা জানায় তাদের মেয়ে মরে গেছে জলে ডুবে তাই এটুকু মেয়েকে পোস্টমর্টেম করবে না নিয়ে চলে যাবে। এখন দেখার বিষয় মা-বাবার আবেগ না আইন কোনটা কাজ করে এই ছোট্ট শিশুর মৃত্যু কে নিয়ে। তবে বিলোনিয়ার ইটভাট্টা গুলিতে প্রায় সময়ই জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে।
তারপরও ভাট্টার মালিক এবং শ্রমিকদের সচেতন হতে দেখা যায় না।ভাটার মধ্যে যত্রতত্র জলের গর্ত করে রাখা হয় এ বিষয়ে প্রশাসন এবং ভাট্টার মালিকদের কোন হেলদোল নেই। এর ফলে প্রায় সময়ই শ্রমিকদের শিশু এবং শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটে চলেছে।আগামী দিনে এই বিষয়গুলোতে নজর না দিলে আর ওই ধরনের ঘটনা ঘটতে থাকবে বলেই ধারণা সব মহলে।