বিয়ে ও শিশু জন্মহার বাড়াতে তরুণ নবদম্পতিদের ৩০ দিনের বেতনসহ ছুটি দেওয়া হচ্ছে চীনে

অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। ছয় দশকের মধ্যে গেলো বছর সবচেয়ে কম জন্মহার দেখেছে চীন। দিন দিন জন্মহার কমে আসায় জনসংখ্যা হ্রাসের ধারণা দেশটির। তাই বিয়ে ও শিশু জন্মহার বাড়াতে তরুণ নবদম্পতিদের ৩০ দিনের বেতনসহ ছুটি দেওয়া হচ্ছে চীনের কয়েকটি প্রদেশে।

সম্প্রতি এ তথ্য জানিয়েছে চীনা কিছু গণমাধ্যম। সাধারণত চীনে বিয়ের জন্য ছুটি পাওয়া যায় মাত্র তিন দিন। কিন্তু কিছু কিছু প্রদেশে চলতি মাস থেকেই আরও বেশি ছুটি পাচ্ছে জনগণ।

যেমন উত্তর পশ্চিমের গাংসু প্রদেশ এবং কয়লা-উৎপাদক সাংশি প্রদেশ এখন এক মাসের বৈবাহিক ছুটি দিচ্ছে তাও বেতনসহ। আর সাংহাই দিচ্ছে ১০ দিনের, অন্যদিকে সিচুয়ানে মাত্র তিনদিনেরই দেওয়া হচ্ছে।

চীনের সাউথওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের সামাজিক উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী জন্মহার বাড়ানোর কার্যকর উপায় হলো বৈবাহিক ছুটি বৃদ্ধি। গত বছর চীনে ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো শিশু জন্মহারের পতন হয়। এতে করে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের আশঙ্কায় চীনা সরকার।

দেশটির সরকারি হিসাবে, গত বছর চীনে প্রতি এক হাজারে মাত্র ৬.৭৭ শিশু জন্ম দেওয়ার সর্বনিম্ন হার রেকর্ড করা হয়। উল্লেখ চীনে জন্মহার কমার পেছনে ১৯৮০’র দশক থেকে ২০১৫ সাল পর্যন্ত ‘এক সন্তান’ নীতি এবং শিক্ষা খরচ বৃদ্ধি বড় ভূমিকা রাখে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *