একেবারে ছাপোষা পোশাকেই বিমানের ইকোনমি ক্লাসে দেখা গেল ‘পাঠান’ খ্যাত অভিনেত্রীকে

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। গেল মাসের শেষ দিকে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর দাপট এখনও বক্স অফিসে জারি রয়েছে। ইতিমধ্যে হাজার কোটিরও বেশি ব্যবসা করেছে শাহরুখ-দীপিকা-জনের এই সিনেমা।

তারপরও বিমানের ইকোনমি ক্লাসে যাতায়াত করছেন এর নায়িকা দীপিকা পাড়ুকোন! সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে দেখা গেল এক বিমানে ইকোনমি ক্লাসে।

যাত্রীভর্তি বিমানে নিজের জায়গা খুঁজে নিচ্ছেন নিজেই। পরনে কমলা রঙের জ্যাকেট, মাথায় কমলা বেসবল টুপি, চোখে রোদচশমা। ছবি দেখেই স্পষ্ট, নিজের দিকে একেবারেই নজর ঘোরাতে চান না নায়িকা।

তবে কোন বিমানের ইকোনমি ক্লাসে যাত্রা করেছিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। বলিউডে এই দৃশ্য বিরল হলেও একেবারে অদেখা নয়। মাঝে মধ্যেই আমজনতার মাঝে দেখা যায় বলিউড তারকাদের।

সাধারণ যাত্রীদের কোনও ভাবেই যাতে অসুবিধা না হয়, সম্ভবত সে কথা মাথায় রেখেই এমন সাজপোশাকের সিদ্ধান্ত নিয়েছিলেন এ তারকা। একেবারে ছাপোষা পোশাকেই বিমানের ইকোনমি ক্লাসে দেখা গেল ‘পাঠান’ খ্যাত অভিনেত্রীকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *