জাতীয় সংহতি রক্ষায় যুবক যুবতীদের সক্রিয় ভূমিকা নিতে হবে : ক্রীড়ামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মার্চ।। রাজ্যের যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় সংহতি রক্ষায় যুবক যুবতীদের সক্রিয় ভূমিকা নিতে হবে। আজ রাণীরবাজার বিদ্যামন্দির সংলগ্ন মাঠে মিনিস্টার কাপ নক আউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি আরও বলেন, যুব সমাজকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই এই ক্রীড়া প্রতিযোগিতা। তিনি যুব সমাজকে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান। অনুষ্ঠানের সূচনা করে দু’দলের খেলোয়াড়দের সঙ্গেও তিনি পরিচিত হন। শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, রাণীরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরুদাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, রাণীরবাজার বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা কানন মন্ডল, রাণীরবাজার পুরপরিষদের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন শঙ্কর সাহা।

প্রসঙ্গত রাণীরবাজার প্লে অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই নক আউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩২টি দল অংশগ্রহণ করছে।

বিজয়ী দলকে দেওয়া হবে ট্রফি এবং সঙ্গে গাড়ি। রানার্স আপ দলকে দেওয়া হবে ট্রফি এবং সঙ্গে দ্বিচক্র বাহন। তাছাড়া ম্যান অব দ্য সিরিজ পাবেন টেলিভিশন এবং ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পাবেন মোবাইল ফোন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *