অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। প্রেমের সম্পর্ক ছাড়াও নানা কারণে প্রায়ই আলোচনা-সমালোচনায় থাকেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সেই ধারাবাহিকতায় আবারও কটাক্ষের শিকার হলেন তিনি। তবে এবার এ নায়িকা বিদ্রুপের মুখে পড়লেন পোশাকের কারণে।
সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানীর বিয়ে পরবর্তী রিসেপশনে তিনি গিয়েছিলেন সি-গ্রিন টপ আর স্কার্ট পরে। আর এতেই শুরু হয় বিদ্রূপ। পূর্ব নির্ধারিত দাওয়াত অনুযায়ী অনুষ্ঠানে সি-গ্রিন টপ ও স্কার্ট পরে পৌঁছান দিশা। তার স্কার্টের একটি দিক উরুর উপরাংশ পর্যন্ত কাটা। তাতেই আপত্তি জানান নেটিজেনদের একাংশ।
তাদের দাবি, অভিনেত্রী নিজেও পোশাক সামলাতে পারছেন না। যদিও এক হাত দিয়ে কাটা অংশ ঢেকে আসতে দেখা যায় তাকে।
সমালোচকদের মতে, কোনো বিয়ের রিসেপশনে পরার মতো পোশাক এটি নয়। কোনো ক্লাবে পরে যাওয়া যেতে পারে। না-কি উরফির মতো নিজেও পোশাক ঠিক করে রাখতে পাচ্ছেন না!
ব্যঙ্গ করে প্রশ্ন করা হয়েছে, সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে বেলি ডান্সার কোথা থেকে এলো? ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান দিশা পাটানি। তারপর টাইগার শ্রফের সঙ্গে ‘বাগী’, সালমান খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। গুঞ্জন উঠেছিল সালমানের সঙ্গে প্রেম করেছেন এই অভিনেত্রী।