চ্যাটজিপিটির কাছে কিছু জিজ্ঞেস করলে এটি নির্দেশদাতার মনের মতো করে লিখে দিতে পারে যেকোনো আর্টিকেল

অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। তথ্যপ্রযুক্তির জগতে রীতিমত আলোড়ন তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। প্রযুক্তিজগতের ওয়েবসাইটগুলোর দাবি, চ্যাটজিপিটির কাছে কিছু জিজ্ঞেস করলে এটি নির্দেশদাতার মনের মতো করে লিখে দিতে পারে যেকোনো আর্টিকেল। তেমনই মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে চ্যাটজিপিটিকে বলা হয় একটি প্রেমপত্র লিখে দিতে।

নির্দেশ পেয়ে সাড়া দিতে দেরি করেনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই সফটওয়্যার। মুহূর্তেই লিখে দিলো, ‘প্রিয়, তোমার সাথে কথা বলার জন্য আমি খুব আগ্রহী। আমি তোমার মধ্যে একজন অসাধারণ মানুষকে দেখি এবং ভাবি, তুমি আমার জীবনের ব্যস্ততম দিনগুলো আরও সুখকর করবে’।

‘এই প্রেমপত্র লিখছি যাতে তুমি জানতে পারো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার জীবনের সব এবং তোমার সাথে সময়টা কাটানো কতটা আনন্দের তা ভাষায় প্রকাশযোগ্য নয়’। ‘আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে। আমি তোমাকে ভালবাসি এবং আমার জীবনে তোমার অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই’।

বিশ্ব ভালোবাসা দিবসে কাছের মানুষটির মন জয় করতে প্রেমিক-প্রেমিকারা কত কিছুই তো করে। এ ক্ষেত্রে সুন্দর একটি প্রেমপত্র ম্যাজিকের মতো কাজ করে। তবে সুন্দর সুন্দর শব্দ টুকে গুছিয়ে প্রেমপত্র লেখাটা অনেকের কাছেই রীতিমতো মহা বিড়ম্বনা। এবার যেন বিড়ম্বনা থেকে মুক্তি দিলো চ্যাটজিপিটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *