অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত দেশটির বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে ৮ হাজারের বেশি মানুষকে জীবিত রক্ষা করেছে উদ্ধারকারীরা। এছাড়াও শক্তিশালী ভূমিকম্পের পর বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়ানোয় সাহায্যকারী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।এরদোগান বলেন, ‘ভূমিকম্পে আহত হওয়া ৮১ হাজারের বেশি মানুষকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে’। আরো বলেন, ‘আমি ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে আবারও ধন্যবাদ জানাতে চাই।
তারা দিন-রাত আমাদের জন্য মানবিক সহায়তা সংগ্রহ করেছে। আমাদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টাকে সমর্থন করেছে এবং তাদের প্রার্থনায় আমাদের ভুলে যায়নি। এই অন্ধকার দিনে আপনারা যে বন্ধুত্ব দেখিয়েছেন, তা তুরস্ক কখনোই ভুলবে না’। সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্প ও ভূমিকম্প পরবর্তী কম্পনের ঘটনায় তুরস্ক এবং সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার জনে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুধু তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে। আর সিরিয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭০০ জনে। রয়টার্স বলছে, ৩৭ হাজার ৩৫৭ জনের প্রাণহানির মধ্য দিয়ে এই ভূমিকম্প চলতি শতাব্দীর ষষ্ঠ প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। এর আগে ২০০৫ সালে পাকিস্তানে ভূমিকম্পের ঘটনায় ৭৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।