আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তৎপর নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জানুয়ারী।। আগামীকাল ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষদিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আজ বিকেলে সদর মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শন করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে একথা বলেন।

সদর মহকুমা কার্যালয় পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী গিত্যে বলেন, রাজনৈতিক দলগুলির সাথে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি জানান, রাজ্যে গত ২৭ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মোট ৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আশা প্রকাশ করেন আগামীকাল সকল রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের মনোনয়নপত্র জমা দেবেন।

সদর মহকুমা শাসক কার্যালয় পরিদর্শনের সময় মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার শংকর দেবনাথ এবং সদর মহকুমার ৮ টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *