অনলাইন ডেস্ক, ২৯ জানুয়ারী।। আরিয়ানা সাবালেঙ্কা যেন নতুন রূপকথা! ক্যারিয়ারে প্রথম বার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছিলেন। আর প্রথম বারই ট্রফি জিতে কোর্ট ছাড়লেন। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে শনিবার এলিনা রিবাকিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সাবালেঙ্কা।প্রথম বার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেও এই মঞ্চ তার কাছে নতুন ছিল না।
এর আগে তিন বার গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছিলেন। সেখানেই ইতি হয়েছিল তার দৌড়। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ঘুরল ক্যারিয়ারের মোড়।তবে গল্পটা অন্যরকমও হতে পারতো আরিয়ানা সাবালেঙ্কার।
কিন্তু হল এমনই। আরিয়ানার বাবা সের্গেই ছিলেন হকি খেলোয়াড়। হয়তো সাবালেঙ্কাও হকির দিকেই ঝুঁকতে পারতেন। যদিও বাবার সঙ্গে গাড়িতে কিছুটা সফর, তার পথ বদলে দিল। সাবালেঙ্কাই শুনিয়েছিলেন তার টেনিস খেলোয়াড় হয়ে ওঠার সেই কাহিনি।
সাবালেঙ্কার কথায়, ‘বাবার সঙ্গে গাড়িতে কোথাও একটা যাচ্ছিলাম। চলার পথে বাবার নজরে পড়ে একটি টেনিস কোর্ট। তারপর আমাকে সেখানে নিয়ে যায়। আমারও খেলাটা বেশ পছন্দ হয়েছিল। অজান্তেই ভালোবেসে ফেলি। এভাবেই টেনিসে হাতেখড়ি।’২০১৪ সালে বেলারুশের রাজধানী মিনসকে জাতীয় টেনিস একাডেমিতে শেখার শুরু।
পরের বছর থেকেই জুনিয়র স্তরে বিভিন্ন টুর্নামেন্টে খেলতে শুরু করেন সাবালেঙ্কা। আর এখন তার নামের পাশেও গ্র্যান্ড স্লাম জয়ের তকমা। মেলবোর্ন পার্কের ফাইনালে এলিনা রিবাকিনার বিপক্ষে পিছিয়ে ছিলেন। পরবর্তী দুটি সেট জিতে চ্যাম্পিয়ন। অন কোর্ট সাক্ষাৎকারে বলেন, ‘আমি প্রচণ্ড নার্ভাস। এলিনাকেও ধন্যবাদ। আশা করছি আমাদের আবার দেখা হবে।
কোনো না কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালেই।’যোগ করেন, ‘এই টুর্নামেন্ট দারুণ উপভোগ করলাম। দুর্দান্ত পরিবেশ। আমার টিমকে ধন্যবাদ। অনেক ওঠা-নামা হয়েছে ক্যারিয়ারে। এই ট্রফিটা আমার চেয়ে, টিমের কাছে বেশি গর্বের। আশা করি, আগামী বছর আবার এখানে আসব। আরও ভালো টেনিস উপহার দেব সকলকে।’