অনলাইন ডেস্ক, ২৯ জানুয়ারী।। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন পেদ্রি। জিরোনার বিপক্ষে ম্যাচটিতে জাল খুঁজে নিলেন ২০ বছর বয়সী মিডফিল্ডার।
তার একমাত্র গোলেই জয় নিশ্চিত করল কাতালান দলটি। লা লিগায় শনিবার রাতে ১-০ গোলে জয় তুলে নেয় বার্সেলোনা। এই জয়ের সুবাদে শীর্ষস্থান আরও মজবুত হলো স্প্যানিশ জায়ান্টদের।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতল জাভি হার্নান্দেজের দল।প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা প্রথমার্ধ শেষ করে গোলশূন্য ভাবে। ৬১তম মিনিটে জাল খুঁজে নেন পেদ্রি।
চলতি মৌসুমে লা লিগায় এটি তার পঞ্চম গোল।১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে জিরোনা আছে দ্বাদশ স্থানে।