সমস্ত জল্পনা কল্পনার অবসান, কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তিপ্রা মথা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জানুয়ারী।। সমস্ত জল্পনা কল্পনার অবসান হল। কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তিপ্রা মথা। শনিবার রাত একটা নাগাদ তালিকা প্রকাশ করলেন তিপ্রা মথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল। ধারনা করা হচ্ছে আরও কয়েকটি আসনে প্রার্থী দেবে মথা।

যে আসনে মথা এদিন প্রার্থী ঘোষনা দিয়েছে সেগুলো হচ্ছে, সিমনায় বৃষকেতু দেববর্মা, চড়িলামে সুবোধ দেববর্মা, বক্সনগরে আবু খয়ের মিয়া, আশারামবাড়িতে অনিমেষ দেববর্মা, কল্যাণপুর প্রমোদনগরে মণিহার দেববর্মা, কৃষ্ণপুরে মহেন্দ্র দেববর্মা, বাগমায় পূর্ণ চন্দ্র জমাতিয়া, শান্তিরবাজারে হরেন্দ্র রিয়াং, ঋষ্যমুখে অরুপ দেব, জোলাইবাড়িতে গৌরব মগ।

তাছাড়া অমরপুরে অসি রাম রিয়াং, করবুকে সঞ্জয় মানিক ত্রিপুরা, সুরমায় শ্যামল সরকার, আমবাসায় চিত্তরঞ্জন দেববর্মা, করমছড়ায় পল ডাংসু, ছাওমনুতে হংস কুমার ত্রিপুরা, ফটিকরায়ে বিলাস মালাকার, চন্ডিপুরে ডেভিড মুন্ডা, পানিসাগরে জয় চুং হালাম এবং পেঁচারথলে হলি ওড চাকমা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *