দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে সফল করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। জাঁকজমকপূর্ণভাবে সেজে উঠেছে দিল্লির রাজপথ। কর্তব্যপথে হয় কুচকাওয়াজ এবং ট্যাবলো প্রদর্শনী অনুষ্ঠান। এদিন সকাল ৮.১২ মিনিট নাগাদ দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমরা স্বাধীনতার অমৃত মহোৎসবের সময় প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করছি। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে সফল করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে চাই’।

এদিন সকালে সবার প্রথমে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান নরেন্দ্র মোদি। তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের শহিদ বীর জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *