স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৬ জানুয়ারী।। রাজ্যের জনজাতিদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। জনজাতি অধ্যুষিত এলাকার পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার সুবিধার্থে ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে। আজ মুঙ্গিয়াকামী ইংরেজি মাধ্যম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৫০ শয্যা বিশিষ্ট জনজাতি ছাত্রী আবাসের শিলান্যাস করে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া একথা বলেন।
অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত আবাস রয়েছে সেগুলির পরিকাঠামো উন্নয়ন ও দৈনন্দিন খাবার খরচ বৃদ্ধি করা হয়েছে। জনজাতি ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় উৎসাহিত করার জন্য সারা রাজ্যে ৪০০টি কোচিং সেন্টার খোলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিধায়ক ডা. অতুল দেববর্মা, মুঙ্গিয়াকামী বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সহঅধিকর্তা আনন্দহরি জমাতিয়া প্রমুখ। উল্লেখ্য, এই ছাত্রী আবাস নির্মাণে ব্যয় হবে ৩ কোটি টাকা।