কাবুলে বন্দুকধারীর গুলিতে মুরসাল নবীজাদা নামে প্রাক্তন মহিলা সংসদ সদস্য নিহত

অনলাইন ডেস্ক, ১৬ জানুয়ারী।। আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীর গুলিতে মুরসাল নবীজাদা (৩২) নামের সাবেক এক নারী সংসদ সদস্য নিহত হয়েছেন। এ সময় তার ভাই ও অপর এক দেহরক্ষী আহত হয়েছেন।

সময় রোববার (১৫ জানুয়ারি) কাবুলের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের নাম পরিচয় ও অন্যান্য বিস্তারিত কিছু জানায়নি কাবুল পুলিশ।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে ছিলেন, মুরসাল নবীজাদা তাদের একজন। নিহত এই আইনপ্রণেতার সাবেক সহকর্মীরা তাকে ‘নির্ভীক’ হিসেবে প্রশংসা করেছিলেন। কারণ তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও তিনি কাবুল ছেড়ে যাননি। সাবেক আইন প্রণেতা মরিয়ম সোলাইমানখিল বলেছেন, নবীজাদা ছিলেন একজন সত্যিকারের পথচলা- শক্তিশালী, স্পষ্টভাষী নারী।

যিনি বিপদের মুখেও তিনি যা বিশ্বাস করেছিলেন তার পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি টুইটারে লিখেছেন, আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও, তিনি তার জনগণের জন্য থাকার এবং লড়াই করা বেছে নিয়েছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *