ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারার সম্ভাবনাও এখন শঙ্কার মাঝে পড়ে গেছে রিশভ পন্থকে

অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারী।। ঘরের মাঠে এ বছর ওয়ানডে বিশ্বকাপ হবে। অথচ বছরের পুরোটা সময়ই মাঠের বাইরে থাকতে হবে রিশভ পন্থকে। সুস্থ হতে যে পুরো বছর লেগে যাবে এই উইকেটরক্ষক ব্যাটারকে। তাই বছরের পুরোটা সময় থাকতে হবে বিশ্রামে। তাতে বিশ্বকাপ তো বটেই, খেলা হবে না আইপিএলসহ বেশ কিছু টুর্নামেন্ট ও সিরিজ।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দেওয়া পন্তের মেডিক্যাল আপডেটের ওপর ভিত্তি করেই এমনটা অনুমান করা হচ্ছে। গত ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে যায় তার। দুটি সার্জারিতে নতুন করে দুটি জোড়া লাগানো গেছে। তৃতীয় আরেকটি সার্জারি প্রয়োজন ৬ সপ্তাহ পর। তাই সব মিলে প্রায় ৬ মাসের মতো বাইরে থাকতে হতে পারে তাকে।

তাতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারার সম্ভাবনাও এখন শঙ্কার মাঝে পড়ে গেছে। যেহেতু এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ফিটনেস ফিরে পাওয়ারও একটা ব্যাপার জড়িত। পন্থের চিকিৎসকরা এখনও তার ফেরার বিষয়ে কোনো দিনক্ষণ জানাননি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকরা এতটুকু জানিয়েছেন, কমপক্ষে ৬ মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে।

পন্থের হাঁটুতে যে তিনটি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মূলত নড়াচড়া ও স্থিতিশীলতার জন্য কাজ করে। দুটি সার্জারিতে ‘পিসিএল’ ও ‘এমসিএল’ লিগামেন্ট জোড়া নাগানো গেলেও এসিএলের জন্য কম করে হলেও ৬ সপ্তাহ সময় প্রয়োজন।রুরকিতে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দুর্ঘটনার মুখোমুখি হন পান্ত।

কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ায় বিসিসিআই তার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছে। দেহরাদুনে চিকিৎসার পর বোর্ডের আদেশে মুম্বাইতে উড়িয়ে আনা হয়েছে। তার পর থেকে বিশেষজ্ঞ সার্জন দিনশ পার্দিওয়ালার তত্ত্ববধানে আছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *