প্রায় ৪ বছর পর আবারও বাংলাদেশের পর্দায় হাজির ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক, ৭ মার্চ ।। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। এই অভিনেত্রী এক সময় নিয়মিত বাংলাদেশের সিনেমায় কাজ করেছেন। এরপর দীর্ঘদিন কাজ করেননি তিনি। মাঝে মাঝে দুয়েকটি ছবিতে দেখা গেলেও নিয়মিত তাকে বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি। এর মধ্যে দুয়েকটি ছবিতে শুটিংও করেছেন এই চিত্রনায়িকা। এর মধ্যে ১১ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘অগ্নিবীণা’ চলচ্চিত্র। ফলে প্রায় ৪ বছর পর আবারও বাংলাদেশের পর্দায় হাজির হতে যাচ্ছেন এই চিত্রনায়িকা।

পরিচালক নাসিরা জাহান অনন্যা জানান, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘অগ্নিবীণা’। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। শুটিং হয়েছে কলকাতায়।

পরিচালক অনন্যা বলেন, ‘এটা আমার প্রথম ছবি। খুব যত্ন নিয়ে নির্মাণ করেছি। ঋতু দিদি আমার প্রিয় অভিনেত্রী। প্রথম ছবিতে তাকে পেয়ে ভালো লেগেছে।’

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এরই মধ্যে ’অগ্নিবীণা’র জন্য ২০টি হল বুকিং করেছে বলে জানান ব্যবস্থাপক বাদল রহমান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *