স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ রাজ্যে নারী শিক্ষা সম্পসারণে মহারানী তুলসীবতীর অবদান অনস্বীকার্য৷ মহারানীর ঐকান্তিক প্রচেষ্টায় তুলসীবতি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়৷ যা রাজ্যের নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অধ্যায়৷ বিগতদিনে মহারানী তুলসীবতীর অবদান এবং রাজ পরিবারের অবদান রাজ্যের মানুষের গোচরে আনা হত না৷
এই ইতিহাস অবহেলিত ছিল৷ বর্তমান সরকার রাজ্যের কৃষ্টি, সংসৃতির পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করে চলেছে৷ আজ মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে মহারানী তুলসীবতীর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের উন্নয়নে রাজা মহারাজাদের অনেক অবদান রয়েছে৷
এই প্রসঙ্গে তিনি উমাকান্ত সুকল, এমবিবি কলেজ, দুর্গাবাড়ি, আগরতলা বিমানবন্দরের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, রাজ্যের ইতিহাস নতুন প্রজন্মের জানা প্রয়োজন৷ বর্তমান সরকার বিভিন্নভাবে রাজ্যের ইতিহাস নবীন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময়ই বলেন, মহিলাদের উন্নতি না হলে আমাদের সমাজ, দেশ এগিয়ে যেতে পারেনা৷ রাজ্য সরকারও মহিলা স্বশক্তিকরণ ও উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে৷
তিনি বলেন, রাজ্য সরকার সরকারি চাকুরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে৷ সাধারণ ডিগ্রি কলেজগুলোতে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে৷ রাজ্যের ৭টি জেলায় মহিলাদের দ্বারা পরিচালিত থানা এবং মহিলাদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন৷ এই রাজ্যকে সার্বিকভাবে উন্নতির শিখরে নিয়ে যেতে রাজ্য সরকার কাজ করে চলেছে৷
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের বার্ষিক মুখপত্র ’অন্বেষা’র আনুষ্ঠানিক প্রকাশ করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজমদার, কর্পোরেটর রত্না দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সরকার, মুখ্যমন্ত্রীর সহধর্মীনি স্বপা সাহা, মহারানী তুলসীবতী এলামনির প্রাক্তন সচিব পূর্ণিমা রায় প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহারানী তুলসীবতী এলামনির সম্পাদক চন্দ্রা রায়৷