স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৪ জানুয়ারি৷৷ শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে৷ কারণ শ্রেণী কক্ষই দেশের ভবিষ্যৎ তৈরি করে৷ এই শিক্ষিত সমাজ যাতে সমাজের অন্তিম ব্যক্তির পাশে দাঁড়ায় তারজন্য মুল্যবোধের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে ছাত্রছাত্রীদের উৎসাহিত প্রদান করে যাচ্ছে সরকার৷ কুমারঘাটের পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আজ একথা বলেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ৷ প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে পাবিয়াছড়া দ্বাদশশ্রেণী বিদ্যালয়ে নতুন ভবন গড়ে উঠবে৷
উল্লেখ্য, দু’বছর আগে এই বিদ্যালয় বিদ্যাজ্যোতি সুকলে উন্নীত হয়৷ তার পর থেকেই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে জোর দেয় সরকার৷ উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস সহ বিশিষ্টজনেরা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বিদ্যাজ্যোতি সুকলে উন্নীত হওয়ায় আগামীদিনে এই সুকলে ছাত্রছাত্রীর সংখ্যা আরও বাড়বে৷ এ বিষয় মাথায় রেখেই নতুন ভবন নির্মাণের উদ্দেশ্য নিয়েছে সরকার৷
তিনি বলেন, কোভিড মহামারির কারণে দু’বছর সরকার কোন কাজ করতে না পারলেও এই সরকারের সময়কালে রাস্তাঘাট, গৃহহীনদের গৃহ প্রদান, গরিব মানুষকে বিনামূল্যে চালের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, পরিশ্রত পানীয়জলের ব্যবস্থা, উজ্জলা যোজনায় এলপিজি গ্যাসের সংযোগ, ক’ষকদের উন্নয়নে তাদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষ করে সমাজের অন্তিম ব্যক্তির আর্থিক উন্নয়নে বহুমুখী কাজ করা হয়েছে৷ এর সুুফল ভোগ করছেন এই সকল অংশের মানুষ৷ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গুণগত শিক্ষার উপর৷ তিনি বলেন, শিক্ষা এমন হওয়া চাই যাতে ছাত্রছাত্রীরা গুণগত শিক্ষায় শিক্ষিত ও আত্মনির্ভর হতে পারে৷ এজন্য আমরা বিদ্যালয়ে এনসিইআরটি কারিক্যুলাম চালু করেছি৷
২৯০টি সুকলে বৃত্তিমূলক শিক্ষা চালু করেছি৷ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন টপার ছাত্রছাত্রীকে তাদের পছন্দসই যেকোন স্থানে উচ্চশিক্ষায় কোচিং নেওয়ার জন্য ব্যবস্থা করেছি৷ এ পর্যন্ত ৯০ জন ছাত্রছাত্রী দেশের বিভিন্ন রাজ্যে কোচিং নেওয়ার জন্য ভর্তি হয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গুণগত শিক্ষার উন্নয়নে রাজ্যে ১১৮টি সুকলে প্রি-প্রাইমারি ক্লাস চালু করা হয়েছে৷ কোভিড মহামারির সময় ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের সুুবিধার্থে চ্যানেল চালু করা হয়েছে৷
গত পাঁচ বছরে সরকার চারটি ডায়েট মহাবিদ্যালয় চালু করেছে৷ আইআইআইটি, ন্যাশনাল ফরেন্সিক বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল আইন বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলী জাতি কল্যাণ, প্রাণীসম্পদ বিকাশ ও শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস গত পাঁচ বছরে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নের উল্লেখ করে বলেন, ছাত্রছাত্রীর বিচারে পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় রাজ্যের সরকারি সুকলগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে৷
এই সুকলের পরিকাঠামো উন্নয়নের জন্য এলাকাবাসীর দাবী ছিল৷ তিনি বলেন, গত পাঁচ বছরে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে সড়ক, রেল ও আকাশ পথে যোগাযোগে৷ তিনি জানিয়েছেন কুমারঘাট মহকুমাকে নতুনভাবে সাজিয়ে তুলতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে এজন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে ৩৫ কোটি টাকার অনুমোদন পাওয়া গেছে৷
নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এস সি শর্মা৷ ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুুবত পাল৷ উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, গ্রামোন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার সুুমন্ত রায়, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার।