স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১১ জানুয়ারি।। কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন হলেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এ সমস্ত কর্মসূচি রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারও কৃষির বিকাশে উদ্যোগ নিয়েছে।
আজ পোয়াংবাড়ি ব্লকের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, রাজা সরকার রাজ্যের প্রত্যেক ব্লকে কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে।
কৃষকদের রোজগার বৃদ্ধির জন্য সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। খারিফ মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ৩৫ হাজার মেট্রিকটন ধান ক্রয় করা হবে। রাজ্যে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিধায়ক শঙ্কর রায়, পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মণিবালা বৈদ্য, ভাইস চেয়ারম্যান অর্জুন দেবনাথ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ। দ্বিতল বিশিষ্ট এই কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় নির্মাণে ব্যয় হয়েছে ৩৬ লক্ষ টাকা।