অনলাইন ডেস্ক, ৭ মার্চ ।। শেন ওয়ার্নের মৃত্যুশোক এখনো কাটেনি ক্রিকেট বিশ্বে। গত শুক্রবার রাতে ৫২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন সর্বকালের এই সেরা লেগ-স্পিনার।
ওয়ার্নের মৃত্যুর পর উঠে আসছে তার সম্পর্কে নতুন নতুন তথ্য। মৃত্যুর শেষ ঘণ্টায় কী করেছিলেন তিনি? ক্রিকেট কিংবদন্তির এক সঙ্গী জানিয়েছেন, মৃত্যুর শেষ ঘণ্টায় তার পুরোনো ক্রিকেট পোশাক উপহার দেন এবং টোস্টে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ভেজেমাইটের স্ন্যাকও খান।
সানডে টাইমসকে এমনটাই জানান টম হল নামের ওয়ার্নের সেই সঙ্গী। থাইল্যান্ডের কোহ সামুইর এক রিসোর্টে অচেতন অবস্থায় পাওয়া যায় কিংবদন্তি ক্রিকেটারকে। যেখানে তার সফরসঙ্গী ছিল আরও তিনজন।
তাদের জন্য হল ক্রিকেটভিত্তিক সংবাদের এক ওয়েবসাইটের প্রধান নির্বাহী। তিনি জানান, শুক্রবার ওয়ার্নের মৃত্যুর ঘটনায় পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তেমন কিছুই বুঝতে পারেননি তারা। সাবেক এই স্পিনার বন্ধুদের সঙ্গে টিভিতে ক্রিকেটও দেখেন।
থাইল্যান্ডে কীভাবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের চলমান টেস্ট দেখা যায় সে ব্যাপারেও বন্ধুদের থেকে জানতে চান ওয়ার্ন। তার কথা উল্লেখ করে ওয়েবসাইটে এমনটাই লেখেন হল।