অনলাইন ডেস্ক, ৭ মার্চ ।। মেক্সিকোর শীর্ষ ফুটবল লিগের এক ম্যাচে দর্শকদের মধ্যে মারামারিতে কমপক্ষে ২৬ জন আহত হয়েছে।
লা কোরেগিদোরা স্টেডিয়ামে চলছিল লিগা এমএক্সের দুই দল কুয়েরেতারো ও অ্যাটলাসের ম্যাচ। কিন্তু দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি ছড়িয়ে পড়ায় ৬৩তম মিনিট পর ম্যাচটি পরিত্যক্ত করা হয়।
কিছু খেলোয়াড় সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাওয়া তাদের লকার রুমে নিয়ে যাওয়া হয়। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে সফরকারী অ্যাটলাস ১-০ গোলে এগিয়ে ছিল।
এই সংঘর্ষে তিনজনের অবস্থা সংকটজনক। মোট ২৬ জন সমর্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কুয়েরেতারোর রাজ্য গভর্নর মাউরিসিও কুরি বলেন, ‘যদিও কেউ মারা যায়নি, আমরা এটাকে ট্র্যাজেডি বলতে পারি না।’
তিনি আরও জানান, ২৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনজন হাসপাতাল ছেড়েছেন। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ১০ জনের অবস্থা নাজুক এবং বাকি ১০ জনের অবস্থা তেমন গুরুতর নয়।’
লিগা এমএক্সের প্রেসিডেন্ট মাইকেল আরিওলা জানান, ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
ফিফা এক বিবৃতিতে এই সহিংসতাকে ‘অগ্রহণযোগ্য ও অসহনীয়’ হিসেবে উল্লেখ করে।