স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। তেইশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর ঘোচানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রদেশ বিজেপি। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপির পার্টি অফিস উদ্বোধন করা হচ্ছে।
রাজধানী আগরতলা শহরে কৃষ্ণনগরে দলের রাজ্য কার্যালয় রয়েছে। তারপরও বিজেপি দল পৃথক একটি নির্বাচন কার্যালয় স্থাপন করেছে। বিদুরকর্তা চৌমুহনীতে বিজেপির অস্থায়ী নির্বাচন কার্যালয়ের উদ্বোধন হয় বৃহস্পতিবার।
গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন। পুজো দিয়ে হয় গৃহপ্রবেশ। পুজায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা কর্মীরা। আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দিতে পারে কমিশন। তাই এখন থেকেই বিজেপি নির্বাচনের লড়াইয়ে নামার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করছে।