গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে পারলেই অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৪ ডিসেম্বর।। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকার স্বসহায়ক দলগুলিকে ভিত্তি করে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে পারলেই অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে। আজ চড়িলাম রকের দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে চড়িলাম রকভিত্তিক কৌশল মেলা ও কর্মশালার উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন।

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে জনকল্যাণে ও রাজ্যের বিকাশে কাজ করছে। রূপায়িত হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। এ সমস্ত প্রকল্পের সুযোগ রাজ্যের অন্তিম জনপদের অন্তিম মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বর্তমান সরকারের এই সময়কালে সিপাহীজলা জেলার অনেকটাই অগ্রগতি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামোন্নয়নে অনেক নতুন নতুন পরিকাঠামো গড়ে উঠেছে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে এই সময়ে।

গুণগত শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুল এ সমস্ত পদক্ষেপের এক নবতম সংযোজন। তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকার কোনও ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্বকে প্রশ্রয় দিচ্ছে না। সমস্ত অংশের মানুষের কল্যাণেই সরকার কাজ করছে।

সরকারের এই সময়কালেই সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা করা হয়েছে। চড়িলাম ব্লকভিত্তিক কৌশল মেলা ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চড়িলাম বিএসির চেয়ারম্যান জাকুলু দেববর্মা, চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখী দাস, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়, চড়িলাম ব্লকের বিডিও রিপন দাস প্রমুখ।

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা চড়িলাম ব্লকের ৭টি স্বসহায়ক দলের সদস্যাদের হাতে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে ১৪ লক্ষ ৩৮ হাজার টাকার ঋণের চেক তুলে দেন। তাছাড়াও অনুষ্ঠানে ৩ জনকে স্বাবলম্বন প্রকল্পে ঋণ, ২০ জন মহিলাকে পোষণ কিট, ২২ জন ছাত্রীকে বাইসাইকেল, ৯ জন কৃষককে ধান মাড়াইয়ের মেশিন দেওয়া হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *