কথা বলতে বলতে বিগলিত পরিচালক একসময় অভিনেত্রীর ডান পায়ের পাতায় চুমু খেতে শুরু করলেন

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। টেবিলে সাজানো মদের বোতল। টেরেসের আশপাশে গাঢ় সন্ধ্যা, শুরু হয়েছে সাক্ষাৎকার। আরামকেদারায় পায়ের উপর পা তুলে বসে আছেন অভিনেত্রী আশু রেড্ডি। পরনে খাটো হলুদ পোশাক। তার উন্মুক্ত দুই পায়ের সামনে টাইলসের মেঝেতে বসে গদগদ পরিচালক রামগোপাল বার্মা।

কথা বলতে বলতে বিগলিত পরিচালক একসময় অভিনেত্রীর ডান পায়ের পাতায় চুমু খেতে শুরু করলেন। পায়ের আঙুলগুলো মুখে পুরে দিলেন তার পর। সেই অদ্ভুত ভিডিও হঠাৎ ভাইরাল সোশাল মিডিয়ায়। দেখা যায়, অভিনেত্রীর পায়ে চুমু খাওয়ার ছবিটি প্রথম পোস্ট করেছিলেন রামগোপাল নিজেই।

পরে গোটা ভিডিওটির ইউটিউব লিঙ্ক শেয়ার করেন পরিচালক। যেখানে দেখা যায়, আসন্ন ছবি ‘ডেঞ্জারাস’ মুক্তির আগে তার সাক্ষাৎকার নিচ্ছেন আশু। ভিডিওর শেষ দিকেই রামগোপালকে অভিনেত্রীর পায়ের আঙুল চাটতে দেখা যায়। যা নিয়ে শোরগোল সোশাল মিডিয়ায়।

রামগোপালের কি কাণ্ডজ্ঞান লোপ পেল? না কি বিতর্কিত কিছু না করলে তিনি আর শিরোনামে আসতে পারবেন না বলেই এ সব করছেন?’ মন্তব্যে ভরে উঠল পোস্ট। অনেকেই মনে করছেন, ‘ডেঞ্জারাস’ নিয়ে যাবতীয় কথাবার্তা ধামাচাপা পড়ে যাওয়ায় ফের নতুন করে ছবিটিকে প্রচারের আলোয় আনতে চাইছেন পরিচালক।

তাই বলে এমন ‘ঘৃণ্য’ পন্থা নিলেন তিনি? বিরোধিতায় সোচ্চার হন অনেকেই। চলতি বছর মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল দুই নারীর সমকামী প্রেমের উদযাপন ‘ডেঞ্জারাস’। তবে নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানি অভিনীত দৃশ্যে যৌনতার ‘বাড়াবাড়ি’ ছবিটির মুক্তি অনিশ্চিত করে। রামগোপাল পরিচালিত দেশের প্রথম সমকামী অপরাধমূলক ছবিটি শেষমেশ আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *