ঘরে ঘরে বিজেপি অভিযানে নামলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ নভেম্বর।। ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব দলই নিজেদের ঘর গুছাতে মাঠে নেমে পড়েছে। নানা কর্মসূচি গ্রহণ করে জনতা জনার্ধনের কাছে যাওয়ার আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে।

এই ক্ষেত্রে শাসক দল বিজেপি অন্য দল গুলোর তুলনায় অনেকটাই এগিয়ে আছে। এই নিয়ে কোনও সন্দেহ নেই। গত রবিবার থেকে রাজ্য জুড়ে শাসক দল নয়া জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। যার পোশাকি নাম “ঘরে ঘরে বিজেপি “। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি কার্যকর্তারা প্রতিটি ঘরে ঘরে যাবে। মানুষের সাথে কথা বলবে।

মঙ্গলবার শহরে দুই বিধানসভা কেন্দ্র বনমালীপুর এবং টাউন বড়দোয়ালিতে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং কর্পোরেটর রত্মা দত্ত। তাদের সাথে ছিলেন দুই মন্ডল সভাপতি দীপক কর ও সঞ্জয় সাহা সহ দলের কর্মীরা। সরকারের সাফল্যের বিভিন্ন বিষয় লিফলেটের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *