রাজ্যের প্রতিটি গরীব মানুষকে পাকা আবাস নির্মাণ করে দেওয়া হবে, জানালেন কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৫ নভেম্বর৷৷ প্রতি ঘরে সুশাসন অভিযানে সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার৷ রাজ্যের প্রতিটি গরীব মানুষকে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়ে রাজ্য সরকার মিশন মুডে কাজ করছে৷ আজ উদয়পুরের রাজর্ষি হলে গোমতী জেলাভিত্তিক লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন৷

অনুষ্ঠানে তিনি বলেন, আত্মনির্ভর ত্রিপুরা ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ রাজ্যের সমস্ত পরিবারকে স্বরোজগারী করে তোলার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ সরকার মহিলাদের ক্ষমতায়নেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে৷ মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ, সহজ শর্তে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে৷

কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে কৃষকের কল্যাণে ও  কৃষির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের যন্ত্রপাতির প্রয়োগ করে কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী বলেন, সরকার রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নের জন্যই কাজ করছে৷ তিনি সকলকে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান করেন৷

অনুষ্ঠানে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন, সরকার জনগণের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল৷ সভাপতিত্ব করেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার৷ অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিগণ৷ অনুষ্ঠানে সরকারি প্রকল্পে সহায়তা প্রাপক সুবিধাভোগীরাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন৷ লাভার্থী সম্মেলন উপলক্ষে বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী স্টল খোলা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *