ক্যামেরা চলছে তার মধ্যেই ব্যান্ডেজ কেটে ঊর্ধাঙ্গ ও নিম্নাঙ্গ ঢাকলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। উরফি বলিউডের নাম করা অভিনেত্রীদের তালিকায় পড়েন, এমনটা নয়। টেলিভিশনের জনপ্রিয় মুখও বলা যায় না। তা সত্ত্বেও সংবাদের শিরোনামে নিত্যদিন জায়গা করে নিচ্ছেন উরফি তার সাজপোশাক দিয়ে। তাকে নিয়ে বির্তক কম হয়নি। তাতে অবশ্য উরফির কিছু যায় আসে না। কখনো মাথার চুল দিয়ে ঢেকেছেন বক্ষদেশ। আবার কখনো শিকল নতুবা সেফটি পিন দিয়ে তৈরি করেছেন পোশাক।

আচমকাই ক্যামেরার সফলে সাদা টপ ও জিনসে হাজির হলেন। তবে এই উরফির সঙ্গে অভ্যস্ত নন কেউ-ই। ক্যামেরা চলছে তার মধ্যেই ব্যান্ডেজ কেটে ঊর্ধাঙ্গ ও নিম্নাঙ্গ ঢাকলেন অভিনেত্রী। এই প্রথম নয়, প্রতিবারই তার পোশাক ভাবনায় চমকপ্রদ জিনিসের ব্যবহার দেখা গেছে।

অ্যালুমিনিয়ামের রাংতা থেকে শুরু করে ফুল, সবই তার পোশাকের অঙ্গ হয়ে উঠেছে। আর এই নিত্যনতুন ফ্যাশনফন্দি দিয়েই লাইমলাইট ছিনিয়ে নেন উরফি। অভিনেত্রীর এই অভিনব চিন্তাভাবনার জন্য কেউ কেউ তাকে সৃজনশীলের তকমাও দিয়েছেন। তাতে সহমত হয়ে কয়েকজন বললেন, ‘সে আর বলতে, মাথা বটে ওর।’

সাজপোশাকের ক্ষেত্রে উরফি যেমন কোনো ফাঁকি দেন না। তেমনই শরীরচর্চাতেও খামতি নেই তার। তবে জিমে গিয়ে ঘাম ঝরানো নয়। নিয়মিত যোগাসান, ব্যায়ামই উরফি নির্মেদ চেহারার রহস্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *