অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর বিশ্বকাপ খেলার ক্ষীণ যে সম্ভাবনা ছিল, শেষ হয়ে গেল সেটাও। পেশির চোট থেকে সেরে ওঠতে অস্ত্রোপচার করাতে হবে তাকে। পুরোপুরি সুস্থ হতে লেগে যাবে একমাস সময়। ফলে ভিয়ারিয়ালের এই ফুটবলারের কাতার বিশ্বকাপ কার্যত শেষ।
লো সেলসো চোট পান গত রবিবার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে। ভিয়ারিয়ালের ১-০ গোলে হারের ম্যাচে ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ভিয়ারিয়ালের পক্ষে তখন জানানো হয়েছিল পেশিতে চোট পেয়েছেন লো সেলসো। ক্লাবটি এবার নিশ্চিত করল, অস্ত্রোপচার লাগবে ২৬ বছর বয়সী ফুটবলারের।
তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত লো সেলসোর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘোষণা আসেনি। তবে সংবাদমাধ্যম ওলে তাদের প্রতিবেদনে বলেছে, কোচিং স্টাফের সদস্যরা এরই মধ্যে অবগত যে সেলসোর বিশ্বকাপ খেলা হচ্ছে না। আর্জেন্টিনার জার্সিতে বেশ কয়েক বছর ধরে নিয়মিত লো সেলেসো।
কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। ছিলেন ২০১৮ বিশ্বকাপ দলেও। তবে সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। অবশ্য আর্জেন্টিনার বর্তমান কোচ স্কালোনির দলের গুরুত্বপূর্ণ সদস্য লো সেলেসো। তাকে না পাওয়া দলটির জন্য বড় ধাক্কা। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।