দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি জ্বলে উঠলেন আরও একবার, তুলে নিলেন আসরে নিজের তৃতীয় ফিফটি

অনলাইন ডেস্ক, ২ নভেম্বর।। দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি জ্বলে উঠলেন আরও একবার। তুলে নিলেন আসরে নিজের তৃতীয় ফিফটি। রান খরা কাটিয়ে ফিফটি পেলেন লোকেশ রাহুলও। সঙ্গে সূর্যকুমার যাদব খেললেন টর্নেডো ইনিংস। শুরুটা ধীর গতির হলেও বাংলাদেশকে তাই ১৮৫ রানের বড় লক্ষ্য দিল ভারত।টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-২ এর ম্যাচে বুধবার মাঠে নামছে ভারত ও বাংলাদেশ।

অ্যাডিলেডে দুপুর দুইটায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রানের পুঁজি গড়ে দলটি।কোহলি খেলেছেন সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস। ৪৪ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজানো তার ইনিংস। রাহুল ৩২ বলে ৫০ রান করেছেন ৩ চার ও ৪ ছক্কায়।চার নম্বরে খেলতে নেমে সূর্যকুমার মাত্র ১৬ বলে ৪ চারে ৩০ রান করেন। শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিনের ৬ বলে অপরাজিত ১৩ রানও ছিল বেশ কার্যকরী।বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন।

সাকিব আল হাসান নিয়েছেন ২ উইকেট।বাংলাদেশের বোলারদের শুরুটা ছিল দারুণ। রোহিত শর্মার উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে মাত্র ৩৭ রান তুলতে পেরেছিল ভারত। তাসকিন আহমেদের করা প্রথম ওভারে তারা মাত্র ১ রান নিতে পারে।সৌম্য সরকারের জায়গায় একাদশে আসা শরিফুল পরের ওভারে দেন ৯ রান।

ইনিংসের তৃতীয় ওভারেও তাসকিন দারুণ বোলিং করেন। এবারও দেন মাত্র ১ রান। পেতে পারতেন উইকেটও। কিন্তু বাউন্ডারি লাইনে রোহিতের ক্যাচ ছাড়েন হাসান মাহমুদ।তবে পরের ওভারে (চতুর্থ ওভার) আক্রমণে এসে রোহিতকে তুলে নেন হাসান। ৮বলে ২ রান করা রোহিত ইয়াসির আলি রাব্বিকে ক্যাচ দিয়ে ফেরেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *