অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। পর্তুগালের জন্য ড্র করলেই নিশ্চিত হবে শেষ চার। কিন্তু স্পেনকে জিততেই হবে। খেলা ততক্ষণের ৮৮ মিনিটে গড়িয়েছে। সেই মুহূর্তে নিকো উইলিয়ামসের হেডে দেওয়া পাস থেকে খুব কাছ থেকে নেওয়া শটে গোল করে বসেন আলভারো মোরাতা। তার নাটকীয় গোলে উয়েফা নেশন্স লিগ থেকে ছিটকে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
আর স্পেন পৌঁছে গেল সেমিফাইনালে। মঙ্গলবার রাতে ব্রাহায় লিভারপুলের দিয়োগো জোটা এবং সি আর সেভেন অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেছেন। জয়ের সুবাদে পরের বছর জুন মাসে নেশনস লিগের চূড়ান্ত পর্বে স্পেনই খেলবে ক্রোয়েশিয়া, ইতালি ও নেদারল্যান্ডসের সঙ্গে। ব্রুনো ফের্নান্দেস একবার কার্যত নিশ্চিত গোলের পাস সাজিয়ে দিয়েছিলেন জোটাকে। যা ঝাঁপিয়ে পড়ে এক হাতে রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।
অসাধারণ ফুটবল উপহার দিয়ে এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন পরিবর্ত হিসেবে নামা আতলেতিকো বিলবাওয়ের উইলিয়ামস। দুবার তাঁর হেড অসাধারণ দক্ষতায় পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কোস্তা না বাঁচালে স্পেন ম্যাচে আরও গোল পেত। অবশ্য পর্তুগাল যে সুযোগ নষ্ট করেছে তা আগেই বলা হল। এ দিকে সার্বিয়া ২-০ গোলে হারিয়ে দিয়েছে আর্লিং হাল্যান্ডের নরওয়েকে। তারাও নেশনস লিগের সেরাদের মধ্যে উঠে এল। আর চেক প্রজাতন্ত্র সেরাদের ক্লাব থেকে বিদায় নিল সুইৎজ়ারল্যান্ডের কাছে ১-২ গোলে হেরে।