‘লক আপ’-এ এসে একের পর এক বোমা ফাটাচ্ছেন পুনম

অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’-এ এসে একের পর এক বোমা ফাটাচ্ছেন পুনম পাণ্ডে। নিঃসন্দেহে এই রিয়ালিটি শো-এর সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী পুনম। এই শো-এর মঞ্চে একদিকে যেমন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন পুনম, তেমনই ট্রোলিং নিয়েও সরব এই অ্যাডাল্ট মডেল। সম্প্রতি স্বামীর অত্যাচারে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কথা জানিয়েছিলেন পুনম। জানিয়েছেন দিনরাত মদ্যপান করত স্বামী। এবং মাথার একই জায়গায় প্রতিদিন মারত।

‘লক আপ’-এর সাম্প্রতিক এপিসোডে সহ-প্রতিযোগী তেহসীন পুনাওয়ালা এবং অঞ্জলি আরোরার সঙ্গে নিজের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন পুনম। সেখানেই তিনি নিজের খোলামেলা পোশাক এবং বোল্ড জীবনযাত্রা নিয়ে কথা বলেন।

তাকে বলতে শোনা গেল, ‘আমাকে যদি বলা হয় যে আমি শুধুমাত্র আমার শরীর দেখাই, ছোট জামাকাপড় পরি বলে আমি নির্লজ্জ, তাহলে আমি সেই কথা মানব না। আমার তো মনে হয় যারা অন্যদের ছোট-বড় কথা বলে নীচু দেখানোর চেষ্টা করে তারা আসলে নির্লজ্জ’।

এরপর তেহসীন পুনাওয়ালা যোগ করেন, তারাই পুনম সম্পর্কে নোংরা মন্তব্য করে যারা রাতে পুনমের ভিডিও ডাউনলোড করে দেখে। এই প্রসঙ্গ টেনে অভিনেত্রী যোগ করেন, ‘আমি একদম মেনে নিচ্ছি, ৬০ মিলিয়ন ইম্প্রেশনস, ২০০ মিলিয়ন দর্শক তো আর এমনি হয় না। এইসব ফলোয়ার কারা? যারা রাতে আমার ভিডিও দেখে, তারা সকালে ঘুম থেকে উঠে আমাকে ট্রোল করে, মন্তব্য করে ভুলভাল। আমি জানতে চাই আমি বেহায়া-নির্লজ্জ নাকি ওরা?’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *