অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর।। সময়টা বাজে যাচ্ছে জুভেন্টাসের। সিরি-এতে ছয় ম্যাচের চারটিতেই করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। জয় এসেছে মাত্র দুটিতে। তবে গতকাল রাতে মনসাঁর বিপক্ষে মৌসুমে নিজেদের প্রথম হার দেখল ইতালিয়ান এই ক্লাবটি।
সঙ্গে যোগ হয়েছে আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়ার লাল কার্ডের হতাশা। রবিবার লিগে নিজেদের সপ্তম ম্যাচে নবাগত মনসার বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস।
ম্যাচের প্রথমার্ধে গোলের কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি তারা। বরং প্রায় পুরোটা সময় জূড়ে মাঝমাঠে প্রতিপক্ষের কাছে বলের দখল হারিয়েছে তারা।
এর মধ্যে বিরতির কিছুক্ষণ আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডি মারিয়া। ম্যাচের ৪০ মিনিটে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার আরমান্দো ইৎজোর বুকে কনু্ই দিয়ে আঘাত করেন মারিয়া।
রেফারি চোখ এড়ানি সেতা, সরাসরি লাল কার্ড দেখান আর্জেন্টাইন উইঙ্গারকে। ইনজুরি থেকে ফেরার ম্যাচটা সুখকর হলো না তার জন্য। দলও হারলো, তিনি লাল কার্ড দেখলেন। বিরতি থেকে ফেরার পরও ছন্দ খুঁজে পায়নি জুভেন্টাস।
উল্টো ম্যাচের ৭৪তম মিনিটে গোল হজম করে বসে দলটি। দুর্দান্ত এক গোক করে মনসাঁকে এগিয়ে দেন ডেনিশ ফরোয়ার্ড ইৎজো। ম্যাচের বাকি সময়ে হাজারো চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি জুভেন্টাস। এই হার দিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে জয় বঞ্চিত থাকলো তারা।
তিন ড্র-এর সঙ্গে দুই হার। সিরি-আতে সাত ম্যাচে দুই জয়, চার ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে রয়েছে জুভেন্টাস। অন্যদিকে আট ম্যাচে এক জয়, এক ড্র ও পাঁচ হারে চার পয়েন্ট নিয়ে আঠারো নম্বরে মনসা।