রোমাঞ্চকর ম্যাচে নগর প্রতিবেশি অ্যাটলেটিকোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর।। মাদ্রিদ নগরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রোমাঞ্চকর ম্যাচে নগর প্রতিবেশি অ্যাটলেটিকোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে ঘরের মাঠে রিয়ালের মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো।

এমনিতে দলটির কোচ ডিয়েগো সিমিওনের অতি রুক্ষনাত্মক খেলার জন্য দুর্নাম আছে। তবে কাল রিয়ালকে পেয়ে যেন সেই দুর্নাম ঘোচাতে চাইলেন তিনি। অ্যাটলেটিকো শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করলো। যদিও কাজের কাজ হয়নি, তাদের সব আক্রমণ মুখ থুবড়ে পড়েছে রিয়ালের রক্ষণভাগের সামনে।

ম্যাচের বেশিরভাগ সময়ে পিছিয়ে থাকলেও শেষ দিকে এক গোল করে নাটকীয় কিছু ইঙ্গিত দিলেও হয়নি কিছুই। দুই দলের মধ্যে উত্তেজনার অভাব ছিল না। ফলে ম্যাচের প্রথম থেকেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে থাকে। প্রথম ছয় মিনিটে চারবার ফাউলকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়।

রেফারিকে পুরো ম্যাচেই বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে।  ষষ্ঠ মিনিটে এগিয়ে দারুণ সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। এরপর ম্যাচের একাদশতম মিনিটে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি জোয়া ফিলিক্স।

শুরুতে স্বাগতিকরা চাপ দিলেও প্রথম গোল পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৮তম মিনিটে অহেলিয়া চৌমেনির থ্রু থেকে দুর্দান্ত ভলিতে রিয়ালকে এগিয়ে দেন রিয়ালের ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো। গোল হজম করে ঘুরে দাড়ানোর বদলে যেন ঝিমিয়ে পড়ে অ্যাটলেটিকো।

সেই সুযোগে ব্যবধান দ্বিগুন করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৬তম মিনিটে লুকা মদরিচের পাস থেকে ভিনশিয়াসের দুর্দান্ত শট পোস্ট লেগে ফিরে আসলে সেই বলেই লক্ষ্যভেদ করেন ফেদে ভালভার্দে। রিয়াল এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে।

দ্বিতীর্ধের শুরুতেও রিয়ালের রক্ষণে বারবার আক্রমণ করছিল স্বাগতিকরা। কিন্তু রিয়ালের জমাট রক্ষণের সামনে তাদের আক্রমণ ফনা তুলতেই পারেনি। রিয়ালের অর্ধে বল রেখেও বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিমিওনের দল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *