অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।। মুক্তির পর থেকেই রকেটের গতিতে ব্যবসা করছিল ‘ব্রহ্মাস্ত্র’। তবে দ্বিতীয় সপ্তাহের শুরুটা যুতসই হয়নি অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবির। উইকএন্ডে দুর্ধর্ষ ব্যবসা করে আবারো ট্র্যাকে ফিরল রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ছবি।
শনি এবং রবিবার এই ছবির টিকিট বিক্রি এক ধাক্কায় ৫০ শতাংশ বেড়ে গেছে। আন্তর্জাতিক স্তরে ব্যবসার নিরিখে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’কে টেক্কা দিয়েছে অয়নের ‘ব্রহ্মাস্ত্র’। অর্থ উপার্জনের দিক থেকে চলতি বছরের সেরার সেরা ছবির জায়গা দখল করেছে ‘ব্রহ্মাস্ত্র’। অন্য কোনো হিন্দি ছবি এতটা ব্যবসা করতে পারেনি।
ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের একাংশের দাবি, শনিবার অয়ন মুখোপাধ্যায়ের ছবি ১৫.৫ থেকে ১৬ কোটি টাকার ব্যবসা করেছে। গত শুক্রবার ছবিটি আয় করেছিল সাড়ে ১০ কোটি টাকা। গত মঙ্গলবার ৯ কোটি টাকা। ফলে এটা পরিষ্কার যে এই সিনেমার আয় ক্রমশ বেড়েছে। রবিবারও রেকর্ড আয় করার কথা এই সিনেমার। এর মধ্যেই ২০০ কোটির ক্লাবে রয়েছে ভারতের প্রথম সুপারহিরো ছবি। বিশ্বে সাড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে এই সিনেমা।
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বিশ্বব্যাপী ব্যবসা ছিল ৩৪০ কোটি। বলাবাহুল্য, ওই ছবির সাফল্যকে ছাপিয়ে গেছে ‘ব্রহ্মাস্ত্র’। দেশে ব্যবসার নিরিখে ‘ভুল ভুলাইয়া ২’-কেও ছাড়িয়ে গিয়েছে অয়নের ছবি। কারণ, ওই ছবিটি দেশে ১৮৫ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু, ‘ব্রহ্মাস্ত্র’ ২০০ কোটি পার করেছে।
তবে এ ক্ষেত্রে এখনো কাশ্মীর ফাইলসের তুলনায় খানিকটা পিছিয়ে এই সিনেমা। ওই ছবিটি ২৫২ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে উল্লেখযোগ্য বিষয়, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি কিন্তু ‘ব্রহ্মাস্ত্র’-র মতো বিগ বাজেটের ছবি ছিল না। মাত্র ১৫ কোটির বাজেটে তৈরি হওয়া ছবি আড়াই শ কোটি পেরিয়ে নজির গড়েছিল। তবে দু’সপ্তাহে ভালোই লক্ষ্মীলাভ করছে।
মনে করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহের শেষে ৪০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলবে সিনেমাটি। এমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। চলতি সপ্তাহের ট্রেন্ড বিশ্লেষণ করে ওয়াকিবহাল মহলের দাবি, ‘বিক্রম বেদা’ মুক্তি পাওয়া পর্যন্ত বেশ ভালো ব্যবসাই করবে ‘ব্রহ্মাস্ত্র’।
চলতি সপ্তাহে ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়া বিগ বাজেটের কোনো ছবি রিলিজ করেনি। একেই করণ জোহর প্রযোজিত ছবি দুর্দান্ত ব্যবসা করার অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে। ৩০ সেপ্টেম্বর ‘বিক্রম বেদা’ এবং ‘পন্নিয়িন সিলভান’ রিলিজের পর ‘ব্রহ্মাস্ত্র’র জৌলুস খানিক ফিকে হবে বলেই মনে করা হচ্ছে।