অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ যে বক্স অফিসে ঝড় তুলেছে এটা নতুন কথা নয়। ঠিক তেমনই লোকের মুখে মুখে ফিরছে মোহন ভার্গবের কথাও। হ্যাঁ, শাহরুখ খান অভিনীত চরিত্রটিতে মজেছেন অনুরাগীরা।
অনেকেই বলছেন, ছবির শুরুতে স্বল্প উপস্থিতিতে বাজিমাত করেছেন বাজিগর। এবার নেট দুনিয়া মজল শাহরুখের স্টান্ট ডাবলের ছবিতে। হাসিত সাভানি নামের ওই তরুণ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্রে’র সেটে তোলা তার একটি ছবি।
ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। ছবিটি শেয়ার করে হাসিত লিখেছেন, কিংবদন্তির স্টান্ট ডাবল হওয়াটা সত্যিই আনন্দের। ‘ব্রহ্মাস্ত্রে’র সেটে অতিথি শিল্পী শাহরুখ খানের সঙ্গে। এর মধ্যেই ছবিতে শাহরুখের দুরন্ত পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধতার কথা কানে গিয়েছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়েরও।
পরিচালক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শাহরুখের চরিত্রকে আলাদা করে ভাবা হয়েছিল অনেক আগেই। ২০১৯ সালে আমরা যখন ছবির এই অংশ নিয়ে কাজ করছিলাম, তখনই এই বিষয় নিয়ে আলোচনা করেছি।
চরিত্র বিশ্লেষণ করার সময় আমরা ভাবছিলাম, এই চরিত্র নিয়ে আরো কাজ করা উচিত। তিনি আরো জানান, শাহরুখ খান একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তা অয়নসহ দলের বাকিরাও চাইছিলেন না।
তবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শাহরুখ শুধুমাত্র একটা ঝলক। পরিচালকের কথায়, খুব শিগগিরই বড় কিছু একটা করার পরিকল্পনা হচ্ছে। এদিকে আগামী বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’।
২৫ জানুয়ারি রুপালি পর্দায় ফের দেখা যাবে তাকে। শুধু তাই নয়, ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা ‘জওয়ান’ ছবিটিরও। শাহরুখ অনুরাগীরা এখন থেকেই দিন গুনছেন প্রিয় নায়ককে পর্দায় দেখতে। তার আগে ‘ব্রহ্মাস্ত্রে’র এই চকিত উপস্থিতিতে চমকে দিলেন শাহরুখ।