অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। লাউতারো মার্তিনেসের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে তলানির দল সালেরনিতানাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নেরাজ্জুরিরা।
সেই সঙ্গে সিরি’আর চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠল ইন্টার। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে ইন্টারের নিচে নাপোলি ও এসি মিলান।
৯ ম্যাচ পর গোলের দেখা পেলেন মার্তিনেস। প্রথমার্ধেই দুই গোল করে ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার দুটি গোলেই অ্যাসিস্ট করেন নিকোলো বেরেল্লা।
এডিন জেকোর পাস থেকে দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন মার্তিনেস। শেষ গোল দুটি করে ইন্টারের বড় জয় নিশ্চিত করেন জেকো।