দুটি নতুন পরমাণু চুল্লি তৈরি করতে যাচ্ছে রাশিয়ার পারমাণবিক শক্তি জায়ান্ট রোসাটম

অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। আগামী সপ্তাহে হাঙ্গেরিতে দুটি নতুন পরমাণু চুল্লি তৈরি করতে যাচ্ছে রাশিয়ার পারমাণবিক শক্তি জায়ান্ট রোসাটম। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়।

২০১৪ সালে রাশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রের মধ্যে যে চুক্তি হয়েছিল; তার লক্ষ্য বর্তমান পাক পারমাণবিক প্লান্টের সম্প্রসারণ। ইউক্রেনে রক্তাক্ত আগ্রাসনের কারণে রাশিয়ার পারমাণবিক শিল্প ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়েনি।

পাক সাইটটি বর্তমানে হাঙ্গেরির বিদ্যুৎ সরবরাহের ৪০ শতাংশ উৎপন্ন করে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ইইউ রাশিয়ার তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু শুরু থেকেই হাঙ্গেরি পদক্ষেপগুলোকে নিঃশর্তভাবে সমর্থন করেনি।

পররাষ্ট্র মন্ত্রী পিটার সিজ্জার্তো তার ফেসবুক পোস্টে লেখেন, ‘নির্মাণকাজ শুরু করা যাক!’ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অতিরিক্ত দুটি চুল্লিসহ বর্তমানে চারটি সোভিয়েত-নির্মিত চুল্লি দ্বারা গঠিত- এর ক্ষমতা দ্বিগুণেরও বেশি হবে। সিজ্জার্তো বলেন, এটি একটি বড় পদক্ষেপ, গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর ফলে দীর্ঘ মেয়াদে হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। একই সঙ্গে হাঙ্গেরিয়ানদের জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি থেকে রক্ষা করবে। ‘পারমাণবিক চুল্লিগুলো ২০৩০ সালের মধ্যে পরিষেবার জন্য প্রস্তুত হবে পারে। ’ যোগ করেন তিনি। বিতর্কিত এই প্রকল্পটি মূলত রাশিয়ার অর্থায়নে নির্মিত হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *