ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের সক্রিয় পদক্ষেপে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। গত ৫ এপ্রিল, ২০২২ অরুস্বতীনগর শিল্পাঞ্চলস্থিত ‘তীর্থময়ী অ্যালুমিনিয়াম প্রোডাক্টস’-এ কর্মরত অবস্থায় ৪২ বছরের শ্রমিক শ্যামল ঋষি দাস এক দুর্ঘটনায় মারা যান।

এই ঘটনা ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের নজরে আসা মাত্র দপ্তরের আধিকারিকগণ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেন এবং কোনও ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারখানার কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পাশাপাশি নিহত শ্রমিকের পরিবারকে আইন অনুযায়ী ন্যায্য ক্ষতিপুরণ প্রদানের জন্যও কারখানার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

রাজ্য সরকারের ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের তৎপরতায় এবং কারখানা কর্তৃপক্ষের সদিচ্ছায় শ্রমিক ক্ষতিপূরণ আইন অনুযায়ী ১৩,৩৮,৬৭৫.০০ টাকা গত ২৩ আগস্ট এক অনুষ্ঠানে পরিবারবর্গের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে দপ্তরের চিফ ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার সূর্যপাল মজুমদার ও ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার নিতাই সেন এবং কারখানার মালিক শংকর বসাক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দুর্ঘটনা প্রতিরোধে শ্রমিক মালিক সবাইকে রাজ্য সরকার কর্তৃক জারি করা সমস্ত রকমের সুরক্ষা নির্দেশাবলি যথাযথভাবে মেনে চলার জন্য দপ্তরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *