স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ২৪ আগস্ট।। কুমারঘাটে গতকাল সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতের ফলে দেও ও মনু নদী সংলগ্ন কিছু কিছু অংশ প্লাবিত হয়ে পরে। কুমারঘাট পুর পরিষদের ৪নং ও ৭নং ওয়ার্ডের দেও নদী সংলগ্ন কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় দু’টি ত্রাণ শিবির খোলা হয়েছে।
৪নং ওয়ার্ডে ত্রাণ শিবিরটি খোলা হয়েছে শিবতলীর আনন্দমার্গ স্কুলে। এই শিবিরে ২০টি পরিবার আশ্রয় নিয়েছে। এর মধ্যে পুরুষ ৩৫ জন, মহিলা ৩০জন ও শিশু রয়েছে ২১ জন। ৭নং ওয়ার্ডের ত্রাণ শিবিরটি খোলা হয়েছে উত্তর পাবিয়াছড়া বিধুভূষণ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
এই শিবিরে সংশ্লিষ্ট এলাকার ৪১টি পরিবার আশ্রয় নিয়েছে। এর মধ্যে পুরুষ ৬৪ জন, মহিলা ৪৬ জন ও শিশু রয়েছে ৪৫ জন। দেও নদীতে জল বাড়তে থাকায় কিছু বাড়িঘরে জল ঢোকায় আজ ভোর থেকেই এই এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ত্রাণ শিবিরে আশ্রয় নিতে শুরু করেন।
মহকুমা প্রশাসন থেকে বন্যা দুর্গত পরিবারগুলোর জন্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে সকালে পাউরুটি, কলা, শিশুদের জন্য দুধ, জল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়। দুপুরে ভাতের ব্যবস্থা করা হয়।
সকালেই কুমারঘাট পুর পারিষদের ভাইস চেয়ারপার্সন পবন পাল, পুর পরিষদগণ, মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য, পুর পরিষদের ডেপুটি সিইও সৌরভ আল আমেন প্লাবিত এলাকা ও ত্রাণ শিবিরগুলির পরিদর্শন করেন।