চন্ডিগড়ে জেল খাটা নাইজেরিয়ার নাগরিক আটক বিলোনিয়ায়

বিলোনিয়া, ১২ এপ্রিল : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় আটক এক নাইজেরিয়ার নাগরিক। নাইজেরিয়ার নাগরিকের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার হয়। যার মধ্যে তিনটি এন্ড্রয়েড এবং একটি কিপ্যাড মোবাইল। শুক্রবার রাতে বিলোনিয়া রেল স্টেশন থেকে সন্দেহজনক অবস্থা দেখতে পেয়ে বিলোনিয়া বিওপির ৪৩ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে বিলোনিয়া থানাতে নিয়ে গেলে যেহেতু রেল স্টেশনে আটক করা হয়েছিল তাকে তাই জিআরপি থানাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

শনিবার বিএসএফ তাকে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয়। আটক নাইজেরিয়ার নাগরিকের নাম ফ্রান্সিস ওডোকো(৪১)। সে জানায় ২০১৯ সালে সে ভারতবর্ষে আসে। সাইবার ক্রাইম এর সাথে যুক্ত রয়েছে এই নাইজেরিয়ার নাগরিক। ২০২১ সালে চন্ডিগড় পুলিশ তাকে সাইবার ক্রাইম মামলায় আটক করে। সেই সময় থেকে তিন বছর চন্ডিগড় জেলে বন্দী ছিল সে। ২০২৪ সালের নভেম্বরে চন্ডিগড় জেল থেকে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে বাস করতে থাকে। তার স্ত্রী ও সন্তান নাইজেরিয়াতে রয়েছে। তাই বর্তমানে নাইজেরিয়ায় যাওয়ার জন্য তার এক নাইজেরিয়ান বন্ধুর কথা মত সে বাংলাদেশ হয়ে নাইজেরিয়ায় ফিরে যাওয়ার জন্য শুক্রবার রাতে ট্রেনে করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলোনিয়া রেল স্টেশনেপৌঁছায়।

উদ্দেশ্য একটাই বিলোনিয়ার কোন এক সীমান্ত ডিঙিয়ে যেকোনভাবে বাংলাদেশে চলে যাওয়া। বিএসএফ এই নাইজেরিয়ার নাগরিককে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং পাসপোর্ট আইনে মামলা নিয়ে তাকে বিলোনিয়া আদালতে প্রেরণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *