গানের জগতে খুদে শিল্পী রাজস্মিতা উজ্জ্বল করল ত্রিপুরাকে

আগরতলা, ১০ এপ্রিল : এবার গোটা দেশের সামনের ত্রিপুরার নাম উজ্জ্বল করল মাত্র আট বছর বয়সী রাজস্মিতা দাস। কলকাতা থেকে সম্প্রচারিত স্যাটেলাইট টিভি চ্যানেল “আকাশ ৮” এর রিয়েলিটি শো “আকাশে সুপার স্টার” থেকে মাত্র ৮ বছর বয়সী রাজস্মিতা বড়দের সাথে টেক্কা দিয়ে বিজয়ীর ট্রফি নিয়েই আসল। ছোট্ট এই মেয়েটির বাড়ি সেকেরকোট এলাকায়।

তার এই সাফল্যে বাবা রাজীব দাস ও মা দেবস্মিতা দত্ত পরিবার- পরিজন এবং পাড়া-প্রতিবেশী সবাই খুশি। সে বুঝিয়ে দিল অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকে অর্জন করা যায়। সমস্ত ত্রিপুরাবাসী, আত্মীয় স্বজন, বন্ধুদের আশীর্বাদেই রাজস্মিতার এই সাফলা।

ফাইনাল এর জন্য যে গান নির্বাচন করা হয়েছিল সেটা রাজস্মিতার মা দেবস্মিতা দত্তের ছোটবেলার গুরু মিতালী ঘোষকে স্মরণ করে। বিচারক তাকে স্ট্যান্ডিং উইশ দিয়ে বলেছে, এই গানের সামনে নম্বর সব ছোট হয়ে গেছে। এই বয়সে যা গেয়েছে সত্যিই অসাধারণ। তার গান দিয়ে আকাশ ৮ এ উপস্থিত সবার মন জয় করে নিয়েছে রাজস্মিতা। রাজস্মিতার পরিবার সমস্ত ত্রিপুরাবাসীকে অস‌ংখ্য ধন্যবাদ জানান ও সবার কাছে আশীর্বাদ চান যেন সে ত্রিপুরাকে আগামী দিনে আরো উজ্জ্বল করতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *